top of page

Santali college and university

1) চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়, চন্দ্রকোনা। অধ্যাপক :-বিশ্বজিৎ টুডু মায়া বালা টুডু।


2) গড়বেতা কলেজ গরবেতা। অধ্যাপক:-রবি মুর্মু।


3) সাঁন্তাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়। গোয়ালতোড়। অধ্যাপক :- কিষুন মুরমু, রবীন্দ্রনাথ হাঁসদা, ফুলমনি

সরেন।


4) শালবনী গভর্মেন্ট কলেজ, কয়মা, পীড়াকাটা। অধ্যাপক:-আমপা কুমার হেমরম স্যাম সি টুডু ,অঞ্জলি দোলাই।


5)ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, ডেবরা।

অধ্যাপক:-বিপিন মুরমু লক্ষীকান্ত টুডু।


6) বেলদা কলেজ, বেলদা। অধ্যাপক গন:- শ্যাম চরণ মুরমু ,বৃহস্পতি মাহাতো, জেসাই টুডু ,করান চাঁদ মান্ডি।


7) সবং সজনীকান্ত মহাবিদ্যালয় সবং। অধ্যাপক :-কালিচরণ মান্ডি, শ্রাবণী হাঁসদা,


8) গভর্নমেন্ট জেনাল ডিগ্রী কলেজ ,কেশিয়াড়ি। অধ্যাপক:- শিলা বাস্কে ,শ্যামলী মাঝি।




@( *২*) #সাধু রাম চাঁদ মূর্মু ইউনিভার্সিটিতে ১০ টি কলেজ আছে। অতিথি অধ্যাপক :-বাবলু সরেন ও পার্বতী হাঁসদা।


১) শিলদা চন্দ্র শেখর কলেজ, অধ্যাপকগন:- সুনীল মান্ডি, দুর্গাপদ মান্ডি ,সূর্যকান্ত মুর্মু ,গোপীনাথ টুডু।


২) সেবা ভারতী মহাবিদ্যালয় কাপ গাড়ি, অধ্যাপক :-গোবিন্দ মান্ডি ,দেবব্রত হেমব্রম ,অনিল হেমব্রম ,সূর্যমূর্মু, বাসন্তী


৩) নয়াগ্রাম পন্ডিত রঘুনাথ মুরমু গভারমেন্ট কলেজ বালিগেড়িয়া নয়াগ্রাম, অধ্যাপক:- বাসুদেব মুর্মু, প্রদীপ মাহাতো ।


৪) লালগড় গভর্নমেন্ট কলেজ, অধ্যাপক :- রামো টুডু, মঞ্জুশ্রী হেমব্রম।


৫) বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় মানিক পাড়া অধ্যাপক :- রাজীব মুর্মু ,লুস্কি মুর্মু।


৬) সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয় কুলটিকরী, অধ্যাপক :- সুশীল টুডু


৭) সুবর্ণরেখা মহাবিদ্যালয় গোপীবল্লভপুর:-অধ্যাপক :-

ছানুরাম হেমরম, সুকুমার মুর্মু।



@( *৩*)# বর্ধমান বিশ্ববিদ্যালয় ৯টি কলেজ আছে। (২০০৫ বিএ কোর্স ২০০৬ অনার্স কোর্স শুরু) অধ্যাপকগন:-যোগেন্দ্র নাথ মুর্মু ও তনুশ্রী সিং মুর্মু।


১) মানকর কলেজ, অধ্যাপক:-ধীরেন্দ্রনাথ মূর্মু, নলিন মান্ডি মঙ্গল মুর্মু ও শ্রীমন্ত মন্ডল।


২)মেমারি কলেজ, অধ্যাপক:- বাবুশ্বর টুডু ও সুমিত্রা হেমরম।


৩) কালনা কলেজ, অধ্যাপক:- সমর মুরমু।


৪) তুর্কু হাঁসদা লপসা হেমরম মহাবিদ্যালয়, অধ্যাপকগন :-গুরুচরণ মুর্মু ,রাজু মুর্মু ,আরনেস্ট হাঁসদা, মনু মান্ডি।


৫) সিঙ্গুর খেজুরি গভর্নমেন্ট কলেজ ,হুগলি,


৬) শরৎ সেন্টেনারী মহাবিদ্যালয়, ধনেখালি,


৭) আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়, অধ্যাপক:- কুঞ্জু দাস মুর্মু , সাহেব রাম সরেন।


৮) বিবেকানন্দ মহাবিদ্যালয় হুগলী,


৯) অঘোরে কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়,

অধ্যাপক :-লক্ষী টুডু



@( *৪*)# সিধু কানু বীরসা ইনভারসিটি ১১ টি কলেজ আছে। ২০০৮ বিএ কোর্স ,২০১১ এম এ কোর্স, ২০১৬ পিএইচডি কোর্স, ডিপ্লোমা কোর্স, সাঁওতালি মেথড বিএড কোর্স।

অধ্যাপকগণ :- পল্টন মুরমু ,শ্রীপতি টুডু


১) মানভূম মহাবিদ্যালয় মানবাজার, অধ্যাপক :- শম্ভুনাথ সরেন, মনোশ্রী মাহাতো , রাজেন্দ্র প্রসাদ সরেন।


২) আরসা কলেজ, আরসা, অধ্যাপক:-


৩) বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ, বরাবাজার,


৪) মহাত্মা গান্ধী কলেজ, লালপুর অধ্যাপক শশীকান্ত মুর্মু,শাবানা রহমান, রবীন্দ্রনাথ মুর্মু ,সিদ্ধেশ্বর মুরমু।


,৫) রামানন্দ সেন্টনারি কলেজ লোলাআড়া,


৬) পঞ্চকোট মহাবিদ্যালয় সারাবাড়ী নেতুরিয়া, অধ্যাপক:- হীরালাল কিস্কু।


৭) গভর্নর জেনারেল ডিগ্রী কলেজ মানবাজার ২ শুশুনিয়া,


৮) বান্দোয়ান মহাবিদ্যালয় বান্দোয়ান,


৯) সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ, কুরুকতপা, অধ্যাপক রাজ কিশোর মুর্মু।


১০) কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, কাশিপুর, পঞ্চকোট রাজ,



@( *৫*) বাঁকুড়া ইউনিভার্সিটি ৯টি কলেজ আছে। ২০১০ বিএ কোর্স, ২০১৪ এম এ কোর্স, ২০১৯ সাঁওতালি ফোক সং সার্টিফিকেট কোর্স, ২০২০ পি এইচএডি কোর্স, এছাড়া বিএ অনার্স দর্শন, ভূগোল ,গণিত, পদার্থবিজ্ঞান ,সাঁওতালি ভাষায় পড়ানো হয়।

অধ্যাপক গণ:-ফটিক মুর্মু, অঞ্জন কর্মকার, দেব কুমার দাস, ধনঞ্জয় মুর্মু।


১) পন্ডিত রঘুনাথ মুরমু মেমোরিয়াল মহাবিদ্যালয় পি মোড় ,অধ্যাপক:- রাম মান্ডি, পচরা টুডু।


২) রায়পুর ব্লক মহাবিদ্যালয়, অধ্যাপকগন :-পার্বতী মুর্মু, লক্ষীকান্ত কিস্কু ,সুনীল কিস্কু।


৩) রানিবাঁধ গভর্নমেন্ট কলেজ,


৪) সালতোড় নেতাজি সেন্টেনারি কলেজ, অধ্যাপক:- ঈশ্বরচন্দ্র হাঁসদা ।


৫) সালডিহা কলেজ, ইন্দপুর,


৬) পাঁচমুড়া মহাবিদ্যালয়


৭) স্বামী ধনঞ্জয় দাস কাথিয়া বাবা মহাবিদ্যালয় ,বিষ্ণুপুর, অধ্যাপক :- ভরত টুডু, রাজকুমার মুরমু ,অঞ্জলি কিসকু, সত্যজিৎ টুডু ,গীতা মুর্মু।


৮) বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ হলুদ কানালি, অধ্যাপক:- সুনীল কুমার মান্ডি।


৯) খাতড়া আদিবাসী কলেজ অধ্যাপক:- মুচি রাম সরেন।


১০) ছাত্র রানী পন্ডিত মহাবিদ্যালয়,


@( *৬* )#বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন বোলপুর, ২০০৭ বিএ কোর্স, ২০১১ এম এ কোর্স, ২০১৫ এমফিল কোর্স, ২০১৬ পিএইচডি, ২০১৬সাঁওতালি মেথড হিসেবে বিএড কোর্স ,( বি এড কোর্স শুধু হোম ইউনিভার্সিটি), ১৯৭৯/৮০ ডিপ্লোমা কোর্স ও সার্টিফিকেট কোর্স। অধ্যাপক গণ:-ধনেশ্বর মাঝি, দুখিয়া মূর্মু, রামু হেমরম, মনসার মুর্মু ও তপন সরেন।

###পাঁশকুড়া বনমালী কলেজ (অটোনোমাস) বিএ পাস & অনার্স, পূর্ব মেদিনীপুর, অধ্যাপকগণ: নারায়ণ চন্দ্র মুর্মু, রঘুনাথ মুরমু, গুমদা মান্ডি, ভারতী টুডু।

###কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল, ২০১৫ বিএ পাস,২০১৬ অনার্স কোর্স, অধ্যাপক গন:-পূর্ণিমা মুরমু,


###@₹* রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, কলকাতা। ডিপ্লোমা ইন সানতালি।

Comentarios


bottom of page