top of page

Santali GK - 2



১. ‘জদুর’ দ তিস কো সেরেঞা ?

তেলাঃ- সারহুল রে।

২. জাতি বিজ্ঞান অকা বিজ্ঞান রেয়াঃ চাঙ্গা কানা?

তেলাঃ- মানব বিজ্ঞান।

৩. "দামিনতে সেনঃ আর অনা তায়ম "- পুঁথি দ অকয়ে অলঃ আকাদা ?

তেলাঃ- কানাইলাল হাঁসদা ।


৪. অলচিকি দ অকাবন মেতাঃ কানা ?

তেলাঃ- সান্তাড়ি পারসি যথাত সাঁহিজ উচ্চারন হচয় লাগিদ জাঁহা চিকিতে অল গানঃ আ, অনাগে অলচিকি বন মেতাঃ কানা ।

৫. Culture is the man made part of Environment - নওয়াদ অকয়ে মেন আকাদা ?

তেলাঃ- M. J. এস কোবিটস।


৬. ছৌটয়ৌর দ তিনৌঃ লেকানা ?

তেলাঃ- বার লেকানা। ১)জানাম ছৌটয়ৌর ২) চাচো ছৌটয়ৌর ।


৭. গিরৌ দ তিনৌঃ লেকানা ?

তেলাঃ- পে লেকানা । ১) লাড় গিরৌ, ২) কিতৌ গিরৌ, ৩) সারজম গিরৌ ।


৮. ছায়াবাদি যুগ রেন মিৎ অনলিয়ৌঃ ঞুতুম অলমে ।

তেলাঃ- জয়শঙ্কর প্রসাদ ।

৯. হিন্দি সাঁওহেৎ রেন বিদ্রোহী কবি দ অকয় ক মেতায় কানা ?

তেলাঃ- রামধারি সিংহ 'দিনকর' ।


১০. আরাঃ সাদম কামসাও - নোওয়া দ চেৎ কানা ?

A. কুদুম

B. ভেন্তাকাথা

C. মেনকাথা

D. গিদৌর বাউলি

তেলাঃ- ভেন্তাকাথা ।

১. Austric Civilization of India দ অকয়া অল পুঁথি কানা ? 👉নিত‍্যানন্দ হেম্ব্রম । ২.সান্তাড়ি সাঁওহেৎ রে হুলগৌরিয়ৌ কবি দ অকয় কানায় ? 👉কবি সারদা প্রসাদ কিস্কু । ৩. গানাডি রে তিস সিম ক থাপড়ে গচ কোওয়া ? 👉সাকরাত পরব রে । ৪. হড় বাপলা পুঁথি দ অকয়াঃ অল ? 👉স্টিফেন হিকিম মুরমু । ৫. 'মিৎধাও কয়গমে'- পুঁথি দ অকয়াঃ অল পুঁথি কানা ? 👉টি.সি বাস্কে । ৬. "আরসি"- কাহনি রেন অনলিয়ৌঃ দ অকয় কানায় ? 👉কলেন্দ্রনাথ মান্ডি । ৭. রুবেন রুশেন কিস্কু রাপাজ দ চেৎ পুঁথি তরজমা আকাদা ? 👉হারমাজ ভিলেজ । ৮. পন্ডিত রঘুনাথ মুরমু অকারে আর তিনৗঃ সালরেয় জানাম লেনা ?


👉রঘুনাথ মুরমু দ উড়িষ্যা পনত ময়ূরভঞ্জ জেলা রেনাঃ ডাহারডি আতােরে ১৯০৫ সাল রেনাঃ ৫ই মে বুদ্ধ পূর্ণিমা হিলােঃ এ জানাম লেনা।


৯. পন্ডিত রঘুনাথ মুরমু রেন আয়ু বাবা আঃ ঞুতুম চেৎ ?


👉আপাত ঞুতুম দ নন্দলাল মুরমু আর এগাত দ সলমা মুরমু।


১০. লিটৌ গডেৎ - পুঁথি দ অকয়াঃ অল কানা ?


👉সাধুরামচাঁদ মুরমু

Recent Posts

See All

Comments


bottom of page